রাজাবাজার ফলপট্টিতে ভয়াবহ আগুন (Photo: ANI)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: রাজাবাজার (Rajabazar) ফলপট্টিতে ভয়াবহ আগুন (Fire)। দুপুর দুটো পনেরো নাগাদ আগুন লাগে। চালপট্টিতে কালো ধোঁয়া দেখা যায়। এলাকার মানুষই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছোয় দমকলের ৩টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা। পরে আরও ৯টি ইঞ্জিন নিয়ে আসা হয়।

এবিপি আনন্দর খবর অনুযায়ী, সংলগ্ন এলাকায় প্রচুর বাড়ি ও দোকান থাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন লাগার খবর পেয়ে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। পুলিশ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানোর চেষ্টা করছে। যে জায়গা জুড়ে আগুন লেগেছে, তাতে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টায় দমকল বাহিনী। তবে, এই মুহূর্তে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। আগুনের শিখা দেখা না গেলেও, চারদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালপট্টি পুরোটাই প্রায় আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু দোকান ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় বাসিন্দারা দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। আরও পড়ুন: Kolkata Shocker: শ্রাদ্ধের একমাস পর বাড়িতে হাজির বৃদ্ধ, হুলস্থুল কাণ্ড নৈহাটির সাহেবপাড়ায়

আজ রবিবার হওয়ায় বাজার কিছুটা ফাঁকাই ছিল। ফলে প্রাণহানির কোনও খবর নেই এখনও পর্যন্ত। তবে চালপট্টিতে কেউ আটকে রয়েছেন কি না, তাও দেখা হয়। তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও অন্ধকারে দমকল বিভাগ। প্রাথমিক অনুমান, প্রথমে একটি আঠা তৈরির কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভোজ্য তেলের কারখানায়। সবটাই দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ বহু। বাজারের পাশের একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থানে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু