Fire at Burdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন, মৃত ১ রোগী
Burdwan Medical College and Hospital

বর্ধমান, ২৯ জানুয়ারি: বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Burdwan Medical College and Hospital) কোভিড ওয়ার্ডে (Covid Ward) আগুন (Fire)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক রোগীর। তাঁর নাম সন্ধ্যা মণ্ডল (৬০), বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে প্রথমে তা নেভানোর কাজে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের অধ্যক্ষ বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।" আরও পড়ুন: Navjot Singh Sidhu: 'নভজ্যোত সিধু নিষ্ঠুর, অর্থের জন্য মাকে বের করে দেন বাড়ি থেকে', বিস্ফোরণ বোনের

দমকলের প্রাথমিক অনুমান, মশা মারার ধূপ থেকে আগুন লাগতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।