কলকাতাঃ জুন মাসের শুরুতেই বাংলায় (West Bengal)দুর্যোগের ঘনঘটা। চার জেলায় জারি ঝড়বৃষ্টির (Thunderstorm) সতর্কতা। রবিবার উত্তরবঙ্গে (North Bengal) প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে মুক্তি নেই। উল্টে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও তাপমাত্রা বাড়বে। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
জামাই ষষ্ঠীতে প্রবল দুর্যোগ, জেলায় জেলায় জারি সতর্কতা
ইতিমধ্যেই সমস্ত জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী সাতদিন পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তি জারি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জামাই ষষ্ঠীতে প্রবল দুর্যোগ, কখন বৃষ্টি? জেনে নিন ভিজবে কোন কোন জেলা
7 days forecast of #Capital City pic.twitter.com/a059gzZxpY
— IMD Kolkata (@ImdKolkata) May 31, 2025