ECI Bengal (Photo Credit: FB)

ই কখনও ব্যবহারকারীর কাছ ওটিপি চাওয়া হয় না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তাই এধরনের কাজের জন্য কমিশনের কিংবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কোনও মোবাইল নম্বরে কখনও ওটিপি চাইলে তা নিঃসন্দেহে প্রতারণার চেষ্টা বলে ধরে নিতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে নাগরিকদের মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা গিয়ে ওটিপি চাওয়ার অভিযোগ সামনে এসেছে। এর জেরে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিভ্রান্তি বাড়ছে। সেই কারণেই নির্বাচন কমিশন সতর্কবার্তা জারি করে জানিয়ে দিয়েছে, নাম নথিভুক্তকরণ, নাম সংশোধন, ঠিকানা বদল, কিংবা অন্য কোনও পরিষেবার ক্ষেত্রেও কমিশন কখনও ওটিপি চেয়ে থাকে না।