ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আজ (৭ অক্টোবর, মঙ্গলবার) এরাজ্যে আসছে। উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক, ERO এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে।

ওই দিনই প্রতিনিধি দল রওনা দেবে উত্তর ২৪ পরগনার উদ্দেশে। দুপুরে রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠকে উপস্থিত থাকবেন রাজারহাট নিউ টাউন ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের জেলা নির্বাচনী আধিকারিক, এডিএম (নির্বাচন), ওসি (নির্বাচন), ই.আর.ও, এ.ই.আর.ও, সুপারভাইজার ও বি.এল.ও-রা । বিকেলে বারাসাত কালেক্টরেটেও এক বৈঠকে যোগ দেবে প্রতিনিধি দলটি।

আগামী ৯ ই অক্টোবর বৃহস্পতিবার তাঁরা পূর্ব মেদিনীপুর যাবেন। কোলাঘাট অডিটোরিয়ামে জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল (আইটি) সীমা খান্না ও কমিশনের অন্য প্রতিনিধিরা, জেলা নির্বাচনী আধিকারিক সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

দুই জেলার বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত থাকবেন।

তবে সাম্প্রতিক উত্তরবঙ্গের পরিস্থিতির কথা মাথায় রেখে ও ত্রাণ ও পুনর্বাসনমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য নির্বাচন দফতর উত্তরবঙ্গের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (DEO), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM), নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিক (ERO) এবং নির্বাচন শাখার অফিসার-ইন-চার্জ (OC Elections)–দের আগামী মঙ্গলবার, অর্থাৎ ৮ অক্টোবর সকাল ১০টায় নির্ধারিত সিনিয়র DEC ও নির্বাচন কমিশনের সঙ্গে ভিডিও কনফারেন্সে উপস্থিতি থেকে অব্যাহতি দিয়েছে।