এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু।বিস্ফোরণের পর এগরার খাদিকুল গ্রাম থেকে পালিয়েছিল ভানু।বাংলা সীমান্ত পার করে ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বৃহস্পতিবারই এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানুর ছেলে এবং ভাইপোকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর, ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোর নাম ইন্দ্রজিৎ বাগ। সিআইডি সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন একটি মোটরসাইকেলে করে আহত অবস্থায় ভানু ও তাঁর ছেলে এবং ভাইপো ওড়িশায় পালিয়ে যান। এরপরেই ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত থাকায় ভানুকে হাসপাতালেই রাখা হয়। গতকালই রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
পড়শি রাজ্য থেকে ভানুর দেহ আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপোর বিরুদ্ধে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ইতিমধ্যে ভানুর ভাইপোকে আট দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে।
Egra (West Bengal) firecracker unit blast | Prime accused Bhanu Bag dies in a hospital in Cuttack, Odisha. He was under medical treatment here after suffering severe burn injuries.
— ANI (@ANI) May 19, 2023