Egra Bomb Blast: এগরা বিস্ফোরণকাণ্ডে তিন জনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ, অভিযুক্ত ভানু বাগ চম্পট দিয়েছে ওড়িশায়
প্রতীকী ছবি (Photo Credit: IANS)

এগরা বিস্ফোরণকাণ্ডে তিন জনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি তারা। জানা গেছে ভানু বাগের ছেলে ও ভাইপোকে আটক করেছে তারা। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে সিআইডি (CID)। মঙ্গলবার, এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন তা জানতে চান মমতা। এরপরই আইসি-কে শোকজ করা হয়। অপরদিকে পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের দিন ভানুর শরীরেও আঘাত লাগে। কিন্তু, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে তিনি এবং তাঁর স্ত্রী চম্পট দেন এলাকা থেকে। বাইকে করে তাঁদের ওড়িশার দিকেও যেতে দেখেন এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, সাহারা গ্রাম লাগোয়া ওড়িশার একটি গ্রামের বাড়িতে লুকিয়ে রয়েছেন ভানু। পুলিশের নজর এড়াতে বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন। সেই বাড়িটা আদতে কোথায় তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। খোঁজ নেওয়া হচ্ছে বালেশ্বর জেলায়। ইতিমধ্যেই ভানু বাগ, তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভানুর স্ত্রীর নামে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৩০৪, ২৮৬ ও ফায়ার সার্ভিসেস অ্যাক্টের ২৪ ও ২৬ ধারায় FIR দায়ের হয়েছে বলে খবর।