কলকাতা, ৩০ অগাস্ট: কয়লা কাণ্ডে (Coal Case) এবার আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি। পরপর দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও নোটিশ ধরায় ইডি। তৃণমূল কংগ্রেস সাংসদের শ্যালিকা ম্যানকা গম্ভীরকে নোটিশ পাঠানো নিয়ে ইতিমধ্যে জোর শোরগোল শুরু হয়েছে।
এদিকে শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার অফিসে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার ইডির তরফে অভিষেককে নোটিশ পাঠানো হয়।সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভা মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হবে।
আরও পড়ুন: Manish Sisodia: লকারে কী আছে? দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সম্পত্তির খোঁজে ব্যাঙ্কে সিবিআই
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওকে তো আগেই নোটিশ ধরিয়েছে। ওঁর বউকেও ধরিয়েছে। এবার ওর বাচ্চাটাকেও না নোটিশ ধরায়।" এরপরই অভিষেকের উদ্দেশে তিনি বলেন, "এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।"