কলকাতা, ২২ জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে পৌঁছল ইডি। শুক্রবার আচমকাই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। এসএসসিতে দুর্নীতির অভিযোগেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বলে অনুমান রাজনৈতিক মহলের।
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পাশাপাশি রাজ্যের আরও ১৩ জায়গায় ইডির তরফে তল্লাশি চালানো হয় বলে খবর। সেই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও ইডি আধিকারিকরা শুক্রবার হানা দেন বলে জানা যায়।
আরও পড়ুন: Covid 19: গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমিত ২১,৮৮০ জন
প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে যায়। শুধু তাই নয়, অবৈধভাবে অঙ্কিতা অধিকারীকে নিয়োগের জেরে কয়েক মাস যাবৎ যে অর্থ তিনি বেতন হিসেবে পেয়েছেন, তাও ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।