কলকাতা: শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দুর্নীতিতে (multi-crore teachers' recruitment scam) জড়িত থাকার অভিযোগ বর্তমানে জেলবন্দি (custody) রয়েছে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল। হুগলির চুঁচুড়া শহরের বাসিন্দা ওই রিয়েল এস্টেটের ব্যবসায়ীর (real estate promoter Ayan Sil) অফিস থেকে উদ্ধার হওয়া একটি হার্ড ডিস্ক থেকে এবার বিভিন্ন পুরসভায় চাকরি (recruitment of staff in diff. municipalities) দেওয়ার জন্য ১২ কোটি টাকা তোলার হিসাব পেলেন ইডির (ED) তদন্তকারীরা।
এরপরেই জল্পনা শুরু হয়েছে অবৈধভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে অভিযুক্ত অয়ন শীল পুরসভায় চাকরি দেওয়ার নাম করে তাহলে ঠিক কত কোটি টাকা তুলেছিল। এই বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখছেন ইডির আধিকারিকরা। আরও পড়ুন: Calcutta HC On Minor Girl Abortion: ধর্ষিতা ১২ বছরের নাবালিকার গর্ভপাতের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
ED procured crucial clues about collection of Rs 12 cr in alleged scam for recruitment of staff in diff. municipalities in WB by private real estate promoter #AyanSil, who is already in custody for his alleged involvement in the multi-crore teachers' recruitment scam. pic.twitter.com/Cd569cy9Mc
— IANS (@ians_india) April 7, 2023