Photo Credits: Wikimedia Commons

কলকাতা: ধর্ষণের (rape) ফলে গর্ভবতী (conceived) হয়ে পড়েছিল ১২ বছরের এক নাবালিকা (Minor Girl)। ২৮ সপ্তাহের ওই গর্ভবতী নাবালিকার মা (mother of the rape victim) তার অবাঞ্চিত সন্তানের গর্ভপাত করানোর (terminate unwanted pregnancy) অনুমতির (permission) জন্য আবেদন (appeal) জানিয়ে দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কিন্তু, এর ফলে মেয়েটির প্রাণ সংশয় হতে পারে এই আশঙ্কায় সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

এই সিদ্ধান্ত ঘোষণার আগে হাইকোর্টের তরফে মেডিকাল বোর্ডের (medical board) রিপোর্ট পর্যালোচনা করে দেখে। ওই রিপোর্টে মেডিকাল বোর্ডের পক্ষ থেকে ১২ বছরের ওই নাবালিকার গর্ভপাতের তীব্র বিরোধিতা করা হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গর্ভপাত করা হলে ওই নাবালিকা নির্যাতিতার জীবন সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: Sitalkuchi Shocker: কোচবিহারের শীতলকুচিতে স্বামী ও কন্যা-সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে কুপিয়ে খুন, ধৃত ৩