Durga Puja 2025. (Photo Credits:X)

Durga Puja 2025: বাঙালির সেরা উৎসব এখন মধ্যগগণের দিকে। আজ, সোমবার দুর্গাপুজোর মহাসপ্তমী। রীতিমেনে নবপত্রিকা স্নান হয়ে গিয়েছে। শাস্ত্রমতে বোধনের পর আজই পুজোর প্রথম দিন। যদিও বাঙালি এখন একটু আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যায়। তবে সপ্তমীর রাত বাঙালির কাছে বরবরাই স্পেশাল। আকাশ পরিষ্কার দেখে সন্ধ্যা নামার আগেই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছে বাঙালি। কলকাতা থেকে কৃষ্ণনগর, বরানগর থেকে বর্ধমান- সর্বত্রই এখন ঠাকুর দেখার হিড়িক। গতকাল, রবিবার ষষ্ঠীর সন্ধ্যার উন্মাদনাকে ছাপিয়ে সোমবার সপ্তমীর শহরে আরও বেশি ভিড়। তবে ভিড়, ট্র্য়াফিক নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ কে আজ অনেক বেশি প্রস্তুত দেখাচ্ছে। রাস্তায় মানুষের ভিড় অনেক বেশি হলেও, দর্শনার্থীদের ঠাকুর দেখার জন্য অনেক বেশি হাঁটতে হলেও রাস্তায় ট্র্য়াফিক জ্যাম কম। এবার দক্ষিণ কলকাতার পুজো বেশ ভিড় টানছে ত্রিধারা সম্মিলনীর অঘোরীদের লাইভ পারফরম্যান্স, চেতলা অগ্রণীর ৩ কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে তৈরি বিশাল শিবলিঙ্গ এবং দেব-দানবের লড়াইয়ের অনুকরণে তৈরি 'অমৃত কুম্ভের সন্ধান'-এর মণ্ডপ।

দেখুন কলকাতার পাটুলির কেন্দুয়া শান্তি সংঘের পুজো মণ্ডপ

বরাবরেই মত ভিড় একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, যোধপুর পার্কের পুজোগুলিতে। তবে এবারের পুজোয় বেহালার বিভিন্ন ক্লাবের উপস্থাপন সবচেয়ে বেশি নজর কাড়ছে। কেএফ আর রেলের মাঠে বেহালার ইতিহাস নিয়ে তৈরি পুজো মণ্ডপটি সবার মনে ধরেছে। আদর্শপল্লীর ঋত্বিক ঘটকের সিনেমা ওপর তৈরি 'শতবর্ষে ঋত্বিক' ও গাজায় যুদ্ধের প্রতিবাদে তৈরি তিমের মণ্ডপ মন জিতছে। বেহালা বড়িষা ক্লাবের সার্কাসের জীবনে, কিংবা বেহালা ক্লাবের মনচাষের থিমও দারুণ হয়েছে। পিছিয়ে নেই দেবদারু ফটক সহ বেহালা ১৪ নম্বরের পুজোগুলিও। বেহালা শ্যামাসুন্দরী স্কুলের কাছে রয়েড পার্কের পুজোও দেখা মত হয়েছে। বেহালা পাঠকপাড়া, থানা, হরিসভা, ১৪ নম্বর, বেহালা ট্রামডিপো, বেহালা বাইপাশ, চৌরাস্তা, বড়িষা, ঠাকুরপুকুর- বেহালার সব জায়গার পুজো এবার চমকপ্রদ হয়েছে।

দেখুন শহরের এক চোখধাঁধানো মণ্ডপ

মধ্য কলকাতার তিন চিরকালীন সেরা দুর্গাপুজো- কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা)-এর পুজো এবারও দেখার মত হয়েছে। সঙ্গে রয়েছে শিয়ালদহ অ্য়াথলেটিক্স ক্লাবও। উত্তর কলকাতায় টালা প্রত্যয়, টালা পার্ক, বাগবাজার সর্বজনীন, জগৎ মুখার্জি পার্কে রেকর্ড ভিড় হচ্ছে।

শহরের এক চমকপ্রদ মণ্ডপ

এবারও সবাইকে টেক্কা দিচ্ছে লেকটাউনের শ্রীভূমির পুজো। শ্রীভূমিতে নিউ জার্সির ব্যাপস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরবিশাল সাদা মার্বেলের আধ্যাত্মিক সৌন্দর্যে দেখে দর্শনার্থীরা মুগ্ধ। ঠাকুর দেখার সুবিধার জন্য আজ সারারাত চলবে মেট্রো। বাস, অটো, ট্য়াক্সি, ট্রেনও থাকছে।