Dry Day in Kolkata 2023 (Photo Credits: Pexels)

বিশেষ কোন উৎসব হোক কিংবা সাধারণ কোন দিন মদের দোকানের বাইরে লাইন পড়তে দেখা যায় বছরভর। উৎসব-আনন্দের দিনে সেই লাইন হয়তো সীমা ছাড়ায়। সারা বছরই মদের দোকানে ভিড় চোখে পড়লেও বছরের বিশেষ বিশেষ কিছু দিনে বন্ধ রাখতে হয় দোকান। তাই এই দিনগুলোর জন্যে অনেকেই আগে থেকে মদ কিনে রেখে দেন। নতুন বছরে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় ড্রাই ডে-র তালিকা (Dry Day in Kolkata 2023 List)।

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস কিংবা গান্ধী জয়ন্তীর মতো দিন গুলোতে সারা দেশেই মদের বিক্রি বন্ধ থাকে। তবে নতুন বছরে কলকাতায় কোন কোন দিনে মদের বিক্রি নিষিদ্ধ দেখে নিন এক নজরে (Dry Day in Kolkata 2023 List)।

কলকাতায় ড্রাই ডে ২০২৩-এর সম্পূর্ণ তালিকা রইল আপনার জন্যে…

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি
২৮ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস
৩০ জানুয়ারি শহীদ দিবস
১৫ ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী
১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি
১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী
মার্চ হোলি
৩০ মার্চ রাম নবমী
এপ্রিল মহাবীর জয়ন্তী
এপ্রিল গুড ফ্রাইডে
১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী
২২ এপ্রিল ঈদ-উল-ফিতর
২৯ জুন আষাঢ়ী একাদশী
২৯ জুলাই মহরম
১৫ আগস্ট স্বাধীনতা দিবস
সেপ্টেম্বর জন্মাষ্টমী
১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী
২৮ সেপ্টেম্বর অতন্ত চতুর্দশী এবং ঈদ-ই-মিলাদ
অক্টোবর গান্ধী জয়ন্তী
২৪ অক্টোবর দশেরা
২৮ অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী
১২ নভেম্বর দীপাবলি
২৩ নভেম্বর কার্তিক একাদশী
২৫ ডিসেম্বর বড়দিন