
কলকাতা, ১৪ মে: রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) ছেলে সৃঞ্জয়ের (Srinjoy Majumdar) মৃত্যু কীভাবে হল, তা নিয়ে কাটাছেঁড়া অব্যাহত। সৃঞ্জয় মজুমদারের মৃত্যুর পর থেকে ক্রমাগত আলোচনা চলছে সমাজের বিভিন্ন স্তরে। প্রসঙ্গত ২৭ বছরের সৃঞ্জয় রিঙ্কু মজুমদার এবং তাঁর প্রথম স্বামী রাজা দাশগুপ্তের ছেলে। তথ্য প্রযুক্ত সংস্থায় কর্মরত সৃঞ্জয়ের মৃত্যুর পর মা রিঙ্কুর বাঁধ ভাঙা কান্না বহু মানুষের মনে প্রভাব ফেলেছে। ফলে ২৭ বছরের তরতাজা যুবকের মৃত্যু নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে। এসবের মাঝে দিলীপ ঘোষের (Dilip Ghosh Step Son) সৎ পুত্রের মৃত্যু নিয়ে কুণাল ঘোষের পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা।
সৃঞ্জয়ের মৃত্যুতে কুণাল ঘোষ কী লিখলেন দেখুন...
পুত্রশোকে কাতর রিঙ্কু মজুমদারকে আন্তরিক সমবেদনা জানাই। দিলীপ ঘোষকেও জানাই সমবেদনা। রাজনৈতিক মতপার্থক্য আলাদা। এটা এক পরিচিত হিসেবে মানবিক কর্তব্য। সৃঞ্জয়/প্রীতমের মৃত্যু কীভাবে, নানা সূত্রে খবর আসছে। তাতে আর যাই হোক দিলীপবাবু বা রিঙ্কুদেবীর কিছু করার ছিল না। কিন্তু সোশ্যাল… pic.twitter.com/OJmb5hlvjt
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 14, 2025
কুণাল ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। য়েখানে তিনি 'আমি ঝুমা' নামে একটি অ্যাকাউন্টের পোস্ট তিনি তুলে ধরেন। আমি ঝুমা পোস্টে ওই মহিলা যা লিখেছেন, তাতে খানিকটা স্পষ্ট সৃঞ্জয়ের যে বান্ধবী ছিলেন, তাঁকে নিয়ে কোনও সমস্যা তৈরি হয়। সৃঞ্জয়ের সঙ্গে তাঁর সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়, তার জেরেই রিঙ্কু মজুমদারের ছেলের এই অসময়ে মর্মান্তিক মৃত্যু জানা যায়। আমি ঝুমা প্রোফাইল থেকে যে মহিলার কথা উল্লেখ করা হয়েছে, তিনিই কি সৃঞ্জয়ের বান্ধবী এবং তাঁর মানসিক অত্যাচারেই কি দিলীপ ঘোষের সৎ পুত্র নিজের জীবনের ইতি টানেন! এমন বহু প্রশ্ন উঠতে শুরু করেছে।
এসবের পাশাপাশি ছেলের মৃত্যুর পর রিঙ্কু মজুমদারকে য়েভাবে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হচ্ছে, তা কেন হচ্ছে বলেও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে দিলীপ ঘোষের সৎ পুত্র সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃত্যুর খবর মেলে। ময়নাতদন্তের পর জানা যায়, সৃঞ্জয় আত্মহত্যা করেননি। তবে তাঁর মৃত্যুর পিছনে যদি কারও হাত থাকে, তা প্রকাশিত হোক বলেও দাবি করছেন বহু মানুষ।