Rinku Majumdar (Photo Credit: FB/Screengrab)

কলকাতা, ১৩ মে: কী কারণে দিলীপ ঘোষের (Dilip Ghosh Step Son) সৎ পুত্র সৃঞ্জয়ের (Srinjoy) মৃত্যু হল,তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সৃঞ্জয়ের মৃতদেহ ঘরের মেঝের উপর শোয়ানো ছিল বলে খবর মিলছে। কী কারণে সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ২৭ বছরের এক তরতাজা যুবকের মৃত্যু কীভাবে হল,  তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। বর্তমানে পুলিশ রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) ছেলের মৃতদেহ ময়নাতদন্ত করছে। ময়নাতদন্তের পরই সমস্ত তথ্য প্রকাশ্যে আসবে বলে খবর।

ছেলের মৃত্যুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন রিঙ্কুমজুমদার। সেখানে তিনি জানান, মা দিবসও তাঁর সঙ্গে ছেলে পালন করেছেন। ছেলের আনা কেক তিনি কেটেছেন। উপহার দিয়েছেন সৃঞ্জয় মাকে। শনিবার যেতে পারেননি বলে রবিবার মায়ের সঙ্গে গিয়ে মা দিবস পালন করেন তথ্য প্রযুক্তি কর্মী সৃঞ্জয়। অফিসও করছিলেন ঠিকঠাক। অফিসে ঠিকঠাক খাওয়া দাওয়া করছিলেন বলে তিনি মাকে বারবার জানাতেন। তারপর হঠাৎ করে কী হল যে সৃৃঞ্জয়ের মৃতদেহ উদ্ধার হল এভাবে রহস্যের মোড়কে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh-Rinku Majumdar's Son Dies? রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যু? দিলীপ ঘোষের সঙ্গে মায়ের বিয়ের পর কী কারণে চলে গেলেন সৃঞ্জয়? দাবি রহস্য মৃত্যুর

রিঙ্কু জানান, তিনি ভেবেছিলেন ছেলেকে তাঁর কাছে এনে রাখবেন। কিংবা তিনি ছেলের কাছে গিয়ে থাকবেন। স্বামী দিলীপ ঘোষের সঙ্গে বিষয়টি আলোচনাও করবেন বলে ভাবছিলেন। তার মাঝেই যে ছেলের চলে যাওয়ার খবর রিঙ্কু পাবেন, তা মা হয়ে তিনি কখনও কল্পনা করতে পারেননি। ফলে ছেলের মৃত্যুতে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার।

প্রসঙ্গত দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মায়ের বিয়ের সময় হাজির হননি সৃঞ্জয়। তবে তিনি শহরের বাইরে রয়েছেন, তাই বিয়েতে যেতে পারছেন না বলে জানান। তিনি শহরে ফিরলে তাঁর নতুন বাবা অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দেখা হবে বলেও জানিয়য়েছিলেন সৃঞ্জয়।