মুম্বই, ১৫ ডিসেম্বর: গাড়ি চাপা দিয়ে বান্ধবীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত মহারাষ্ট্রের (Maharashtra) এক আমলা-পুত্র। অশ্বজিৎ গায়কোয়াড় মহারাষ্ট্রের এক শীর্ষ আমলার ছেলে। সম্প্রতি অশ্বজিৎ তাঁর বিউটিশিয়ান বান্ধবীকে এসইউভির নীচে চাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনার জেরে গুরুতর জখম হন প্রিয়া উমেন্দ্র নামের বছর ২৬-এর ওই তরুণী। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে প্রিয়া ওই ভয়াবহ ঘটনার বিবরণ দেন। কীভাবে তিনি জখম হয়েছেন এবং অস্বজিৎ তাঁকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ করেন প্রিয়া। বর্তমানে গুরুতর জখম অবস্থায় প্রিয়ার চিকিৎসা চলছে হাসপাতালে।
মহারাষ্ট্রের পদস্থ আমলা অনিল কুমার গায়কোয়াড়ের পুত্র অশ্বজিতের যাতে কড়া শাস্তি হয়, সেই দাবিতে সরব প্রিয়া উমেন্দ্র সিং। অশ্বজিৎ যাতে কোনওভাবে রেহাই না পান, সেই আবেদন করেন প্রিয়া। অশ্বজিত-সহ তার ৩ বন্ধু রোমিল পাটিল, প্রসাদ পাটিল এবং সাগর সেলকে নামে ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন প্রিয়া। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়।
এসবের পাশাপাশি গোটা ঘটনার সোশ্যাল বিবরণ দিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), দেবেন্দ্র ফড়ণবীশ, স্মৃতি ইরানি, একনাথ শিন্ডে-দের ট্যাগ করেন প্রিয়া। গাড়ির নীচে চাপা দিয়ে অশ্বজিৎ তাঁকে হত্যার চেষ্টা করেন বলে অবিযোগ করেন প্রিয়া উমেন্দ্র সিং।