Election Commssion Of India (Photo Credit; X@Airnewsalerts)

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল । সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এই প্রতিনিধি দল তাদের সফরকালে উত্তরবঙ্গের চার জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং SIR কাজের পর্যালোচনা করবেন।

আজ রাতে আলিপুরদুয়ারে থাকার পর আগামী কাল ফিল্ড ভিজিট করবেন তাঁরা। এরপর ওই প্রতিনিধিদল কোচবিহারে যাবেন। শুক্রবার বৈঠক হবে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে । শনিবার নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল দিল্লি ফিরে যাবে।

অন্যদিকে, এস আই আর-এর কাজে নজরদারির জন্য গতকাল কেন্দ্রীয়ভাবে বিশেষ কন্ট্রোলরুম চালু করেছে ভারতের নির্বাচন কমিশন। যেসমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এস আই আর-এর কাজ শুরু হয়েছে, সেখানে কোন নির্দেশ বা রিপোর্ট চাওয়ার ক্ষেত্রে এই কন্ট্রোলরুম ব্যবহৃত হবে। এব্যাপারে জেলাশাসক বা DEO-র পাশাপাশি ERO, AERO এবং BLO-দের যথাযথ নির্দেশ দিয়েছে কমিশন।

এদিকে, কলকাতা হাইকোর্ট এস আই আর সংক্রান্ত জন স্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এখনই এই মামলার জরুরী ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।