শিলিগুড়ি, ১৯ জুন: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। সোমবার সকালে ট্রেন দুর্ঘটনার পর এখনও পর্যন্ত মৃতদেহের সংখ্যা বেড়ে হয়েছে ১০। আহতদের মধ্যে অনেকের অবস্থা বিপদমুক্ত হলেও এখনও বেশকিছুজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College And Hospital) সুপার এবং ভাইস প্রিন্সিপাল সঞ্জয় মল্লিক। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন ট্রমা কেয়ারে রয়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর জখম হয়েছিলেন অনেক যাত্রীই। তাঁদের এখনও বিপদ কাটেনি।
অন্যদিকে উত্তরবঙ্গের মেয়র গৌতম দেব এদিন হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি বলেন, মৃতদের মধ্যে অনেকের দেহ শনাক্ত করেছেন তাঁদের পরিবার। আজ সকালেই কলকাতার দক্ষিনদাড়ি নিবসী এক ব্যক্তির দেহ শনাক্ত করেছে তাঁর পরিবার। তাঁর দেহ কলকাতায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার দিন ৮ জনের মৃত্যু হয়েছে। পরে চিকিৎসা চলাকালিন আরও দুজনের মৃত্যু হয়। এখনও কয়েকজনের দেহ শনাক্ত হয়নি। তবে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
#WATCH | Siliguri | On West Bengal train accident, Siliguri Municipal Corporation Mayor, Goutam Deb says, "Death toll is 10. The CM has instructed us to monitor the condition of the injured and arrange their return to their respective homes. We are also sending the bodies to… pic.twitter.com/Ai7k0ZJpZr
— ANI (@ANI) June 19, 2024
আহতদের নিয়ে গৌতম দেব বলেন, এখনও পর্যন্ত ৩৭ জনের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই দুর্ঘটনায় নিহতদের দেহ এবং আহতদের চিকিৎসা রাজ্য সরকার নিজেদের দায়িত্বে করা হবে। সেই মতো আমরা সকলের শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছি। অনেকেই সুস্থ হয়ে উঠছেন। তাঁদের পরিবারের সদস্যরাও এখানে রয়েছে। বিপদমুক্ত হয়ে গেল বাড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তেমনই মৃতদের দেহ শনাক্ত হয়ে গেলে পরিবারের হাতে দেহ তুলে দিয়ে বাড়ি অবধি সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেহওয়া।