Representational Image (Photo: Pixabay)

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূল নেতার কাছে প্রাণনাশের হুমকি এসেছে। এরমধ্যে সম্প্রতি মালদহের তৃণমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করেছে বেশ কয়েকজন দুষ্কৃতি। অন্যদিকে গত বছরের শেষের দিকে কসবায় তৃণমূলের আরেক নেতাকে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতিরা। এরমধ্যেই ফের আরেক তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি দিল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। জানা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার য়ে (Canning) গোপালপুর এলাকায় পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলকে হোয়াটসঅ্যাপে খুনেরর হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হুমকি বার্তায় আতঙ্কিত পঞ্চায়েত প্রধান

জানা যাচ্ছে, বুধবার রাতে তাঁর হোয়াটসঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। যেখানে কয়েকটি অডিয়ো বার্তা এবং একটি বন্দুকের ছবি ছিল। অডিয়ো বার্তায় বলা হয়েছে, এটা শুধুই ট্রেলার, পিকচার এখনও বাকি রয়েছে। আরও একটি অডিয়ো বার্তায় বলা হয়েছে, এখন ছবি পাঠালাম, আগামী দিনে আপনিও ছবি হবেন। স্বাভাবিকভাবেই এই ধরনের খুনের হুমকি পেয়ে আতঙ্কিত পঞ্চায়েত প্রধান।

পুলিশের তদন্ত

যদিও এই হুমকি কে বা কারা দিয়েছেন সেই বিষয়ে কিছুই জানেন না আকচার মণ্ডল। তবে তিনি তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে সবটাই জানিয়েছেন। এবং তারপর থানাতেও এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এটা রাজনৈতিক শক্রতার কারণে হুমকি এসেছে নাকি ব্যক্তিগত কোনও কারণে এটা হচ্ছে, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।