Landslide In Darjeeling, Representational Image (Photo Credit: File Photo)

শিলিগুড়ি, ১৭ জুলাই: দক্ষিণবঙ্গে (South Bengal Rain) বৃষ্টি কিছুটা থেমেছে। এবার এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে (North Bengal Rain)। ভারি বৃষ্টি (Heavy Rain) এবং হাওয়ার জেরে দার্জিলিংয়ে (Darjeeling) শুরু হয়েছে ভূমিধস। একটানা বৃষ্টি যখন উত্তরবঙ্গে শুরু হয়েছে, সেই সময় ভূমিধসের দাপটে বেহাল অবস্থা দার্জিলিংয়ের। আবহাওয়া দফতরের কথায়,  ভারি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দার্জিলিংয়ে এই পর্যন্ত ৭২ মিলি মিটার বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতে যার পরিমাণ ৬৪ মিলি মিটার। মালদায় হয়েছে ৬৩ মিলি মিটার। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এক নাগাড়ে যেভাবে ভারি বৃষ্টি শুরু হয়েছে, তার জেরেই বিভিন্ন জায়গায় মাটি আলগা হয়ে ধস (Landslide) নামতে শুরু করেছে।

দেখুন কীভাবে বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ত্রাস ছড়িয়েছে...

 

এক নাগাড়ে চলছে বৃষ্টি...

 

ধসের জেরে দার্জিলিংয়ের ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর মিলেছে। জানা যাচ্ছে, ধসের জেরে ২ জন জীবিত অবস্থায় মাটি চাপা পড়েছেন। দার্জিলিং জেলার ফুল বাজারের ওই ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।

প্রসঙ্গত মঙ্গলবার বিকেল থেকে দার্জিলিংয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে দমদার হাওয়া। যে হাওয়ার চোটে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে মনে করছে প্রশাসন।

তাগদায় একটি বাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ে হাওয়ার চোটে। ফলে গাছ ভেঙে পড়তেই বাড়িটি হুড়মুড়িয়ে ধ্বংস হয়ে যায়। সুখিয়াপোখরির ফুলুংডং চা বাগানেও ধস নেমেছে বলে খবর।