
কলকাতা, ১৪ মে: সাইক্লোন (Cyclone) বা ঘূর্ণিঝড় শক্তি চোখ রাঙাচ্ছে। ১৬ থেকে ২২ মে এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে। সেই গভীর নিম্মচাপ ২২ থেকে ২৮ মে এর মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আশঙ্কা। আবহাওয়া বঙ্গোপসাগরে (Bay Of Bengal) প্রত্যেকবারের মত এবারও প্রথমে গভীর নিম্নতচাপ তৈরি হবে। যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে। যা পশ্চিমবঙ্গে (West Bengal) এবং ওড়িশায় (Odisha) দাপট দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে আশঙ্কা। এবারে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে শক্তি (Cyclone Shakti)। যা শ্রীলঙ্কা থেকে করা হয়েছে।
বাংলা ওড়িশার পাশাপাশি এই ঘূর্ণিঝড় বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়তে পারে। ফলে চট্টগ্রাম উপকূলকেই শক্তির প্রভাবে লড়তে হবে বলে রিপোর্টে প্রকাশ। তবে সময় যত গড়াবে, ঘূর্ণিঝড়ের গতিপথও বদলাতে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন: Cyclone 'Shakti' Update: বঙ্গোপসাগের তৈরি হচ্ছে 'ঘূর্ণিঝড় শক্তি'? কবে, কোথায় আছড়ে পড়বে দেখুন
দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভাপত মহাসাগরে মৌসুমি বায়ু ইতিমধ্যেই প্রবেশ করেছে। ফলে বাংলায় তাপপ্রবাহ শুরু (Heatwave) হলেও, মোসুমি বায়ুর প্রভাবে বর্ষা তাড়াতাড়ি আসবে বলে মনে করা হয়। কিন্তু তার মাঝেই ঘূর্ণিঝড় আসতে পারে, এই আশঙ্কা থেকে ফের আবহাওয়া পালটে যেতে পারে বলেও আশঙ্কা।