
কলকাতা, ১৩ মে: ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) চোখ রাঙানি? বঙ্গোপসাগরে এবার তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। এমনই খবর সূত্রের খবর। ২৩ থেকে ২৮ মে এর মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু হবে বঙ্গোপসগারে। যার নাম 'শক্তি'। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) যে ঘূর্ণিঝড় (Cyclone Shakti) তৈরি হচ্ছে, তার নাম শক্তি এবার দিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka) । এমন খবরও মিলছে।
এসবের পাশাপাশি ২৪ থেকে ২৬ মে এর মধ্যে বঙ্গোপসাগরে ওই ঘূর্ণিঝড় বা সাইক্লোন আছড়ে পড়তে পারে। বাংলাদেশের চট্টোগ্রাম উপকূলে ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়তে পারে বলে খবর। চট্টগ্রাম উপকূলে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও, তার প্রভাব পড়বে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, বোগরা, টাঙাইল, ময়মনসিং এবং সিলেট এলাকায়। ওই সময় বাংলাদেশের যত নদী কেন্দ্রিক ফেরিঘাট রয়েছে, সেগুলি যেন খালি করে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের (Bangladesh) আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর বাংলাদেশের দিকে তৈরি হচ্ছে আর একটি ঘূর্ণিঝড়। ১৬ থেকে ১৮ মে এর মধ্যে বাংলাদেশে ওই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে বলে খবর। যার জেরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তার প্রভাব পড়বে বলেও সে দেশের হাওয়া অফিসের খবর। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লে, এই বাংলা (West Bengal Weather) তার জেরে কতটা ক্ষতিগ্রস্থ হতে পারে, সে বিষয়ে কিথু জানা যায়নি এখনও।