West Bengal Weather (Photo Credit: File Photo)

কলকাতা, ১৩ মে: নির্দিষ্ট সময়ের আগেই বঙ্গোপসাগরে (Bay Of Bengal) মৌসুমি বায়ু ঢুকছে। আবহাওয়ার (Weather Forecast) এমন বড় আপডেট লেটেস্টলি বাংলা আপনাদের সোমবার রাতেই জানিয়েছে। নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যখন নির্দিষ্ট সময়ের আগে মৌসুমি বায়ু প্রবেশ করছে, তার জেরে সময়ের আগেই বৃষ্টি (West Bengal Weather) নামবে বঙ্গে, এমন আশা করাই যায়। তবে মৌসুমি বায়ু যখন দক্ষিণ বঙ্গোপসাগরে হাজির হচ্ছে, সেই সময়ও বাংলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। বাংলা আপাতত তীব্র গরমে হাসফাঁস করছে। কলকাতা-সহ (Kolkata) একাধিক জেলায় গরমের জেরে মানুষের ত্রাহি অবস্থা। এসবের মাঝেই এবার কিছুটা হলেও খুশির খবর আসছে।

আরও পড়ুন: Weather Forecast: আবহাওয়ার বড় আপডেট, দক্ষিণ বঙ্গোপসাগরে হাজির মৌসুমি বায়ু? দেখুন

দেখুন কা জানানো হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে...

 

রিপোর্টে প্রকাশ, আগামী ৪ দিন বাংলায় বিক্ষিপ্ত ঝড়, বৃ্ষ্টি (Rain, Thunderstorm) হতে পারে। অর্থাৎ তাপপ্রবাহের মাঝেই অল্পস্বল্প যেমন মেঘের আনাগোনা চোখে পড়তে পারে, তেমনি নামতে পারে বৃষ্টিও। ফলে তাপমাত্রা অল্প নীচের দিকে নামলেও তাতে মানুষ স্বস্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তর বিহারেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভস রয়েছে। অর্থাৎ বাংলার পাশাপাশি এই সমস্ত রাজ্যগুলিতেও হালকা বৃষ্টি কিংবা মেঘের গর্জন শোনা যেতে পারে বলে খবর।

এসবের পাশাপাশি কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলেঙ্গানাএবং অন্ধ্রপ্রদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণ এবং পশ্চিমের রাজ্যগুলির পাশাপাশি ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জায়গাতেও ঝড়, বৃষ্টি হতে পারে বলে খবর।