আবহাওয়ার (Weather Update) বড় আপডেট সামনে এল। জানা যাচ্ছে, মৌসুমি বায়ু প্রবেশ করেছে ভারত মহাসাগর ( Bay Of Bengal ) এবং বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে। নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে মেঘের আনাগোনা চোখে পড়েছে। নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যে মেঘের আস্তরণ চোখে পড়েছে, তা ক্রমাগত সামনের দিকে এগোবে। শধু তাই নয়, দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এই মেঘের আস্তরণ অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে তা বিস্তৃত হবে আন্দামান নিকোবর দ্বীপুঞ্জেও। ফলে দহনজ্বালা থেকে মুক্তি দিতে এবার কি বৃষ্টি (Rain) আসন্ন, তেমনি প্রশ্নই উঠছে। রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলছে। ফলে দহনজ্বালা কবে জুড়োবে এবং কবে বৃষ্টি পড়ে তাপমাত্রা কমবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। তবে প্রথেম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ু প্রবেশ করবে। তারপর সেই মৌসুমি বায়ু গোটা রাজ্য জুড়ে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: West Bengal Weather: গরমে দিশেহারা অবস্থা রাজ্যবাসীর, দহনজ্বালা থেকে মুক্তি কবে?
দেখুন কী আপডেট মৌসুমি বায়ু নিয়ে...
Great News: The monsoon has arrived over the south Bay of Bengal. Massive convection and cloud cover have been observed over the Equatorial Indian Ocean and the south Bay of Bengal. This will gradually move northwards over the next one or two weeks, covering other parts of… pic.twitter.com/NdJYX9ZGgG
— All India Weather (@pkusrain) May 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)