
কলকাতাঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। সকাল থেকেই গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ। আগেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। আজ, ১২ মে তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর(Alipore) আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে আরও হাঁসফাঁস অ বস্থা তৈরি হবে। চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা জারি করা হয়েছে।
সোমবার দিনভর কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?
তবে আজ, অর্থাৎ সোমবথা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু আপাতত বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায়। অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। তবে কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই। গতকাল অর্থাৎ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে দিশেহারা অবস্থা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমে বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িসহ একাধিক জেলা। বলা ভাল, উত্তরের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গরমে দিশেহারা অবস্থা রাজ্যবাসীর, দহনজ্বালা থেকে মুক্তি কবে?
Hot & humid condition and Heat wave likely over the districts of West Bengal and thunderstorm activity over some districts of West Bengal. pic.twitter.com/ErctqYigb5
— IMD Kolkata (@ImdKolkata) May 11, 2025