কলকাতা, ২৬ সেপ্টেম্বর: রাজ্যজুড়ে করোনা সংক্রমণ অব্যাহত। আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮১ জন। যার মধ্যে কলকাতাতে আক্রান্ত ৬৬৮ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৬৯৮ জন। দক্ষিণ ২৪ পরগনা (১৯৪), হাওড়া (১৭০), পশ্চিম মেদিনীপুর (১৪৬) ও হুগলি (১৪০)। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন।
একদিনে মৃত্যু হয়েছে ৫৬ জনের। তার মধ্যে কলকাতায় মৃত যেখানে ১৩ জন, সেখানে উত্তর ২৪ পরগনায় করোনার বলি ১৪ জন। বাংলায় এখনও পর্যন্ত এই মারণ ভাইরাস প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৭২১ জন। আরও পড়ুন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন মুকুল রায়, বাদ পড়লেন রাহুল সিনহা; জাতীয় সম্পাদক অনুপম হাজরা ও মুখপাত্র রাজু বিস্তা
তবে এখনও উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি। শনিবারও তার ব্যতিক্রম হল না। এদিনও আক্রান্ত ও মৃত্যুর নিরিখে কলকাতাকে ছাপিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিন করোনায় আক্রান্ত প্রায় ৭০০ জন। তবে উদ্বেগের মধ্যেই স্বস্তি দিচ্ছে রাজ্যের ঊর্ধ্বমুখী সুস্থতার হার। ৮৭ শতাংশেরও বেশি মানুষ ইতিমধ্যেই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
তবে অ্যাকটিভ কেসের সংখ্যা অনেকটাই কমেছে। বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে অ্যাকটিভ কেস ২৫ হাজার ৫৪৪। তবে বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৫৫ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৮৭.৬১ শতাংশ।