Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ফের ২০ হাজার ছুঁইছুঁই, মৃত ১৫৯
Representational Image | (Photo Credit: PTI)

কলকাতা, ২১ মে: ফের ২০ হাজার ছুঁইছুঁই রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা (Coronavirus in West Bengal)। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল আশা জাগিয়ে খানিকটা কমেছিল করোনা সংক্রমণের গ্রাফ। যদিও মৃতের সংখ্যায় বিশেষ হেরফের নজরে আসেনি। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৯ জনের।

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন। করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ডিসচার্জ রেট গিয়ে দাঁড়িয়েছে ৮৮.১১ শতাংশ।একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৪০ জন। প্রাণ হারিয়েছেন ৪৭ জন। কলকাতায় গত একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৫৬০ জন। মৃত ৩৩ জন। আরও পড়ুন, দৈনিক মৃত্যু ফের ৪ হাজার, আশা জাগিয়ে কমল করোনার সংক্রমণ

অন্যদিকে, দেশের করোনা পরিস্থিতি এখনও বেসামাল। গতকাল সারাদিনে মারণ ভাইরাসের বলি, ৪ হাজার ২০৯ জন৷ বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন৷ গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১৷