Siliguri: করোনায় বাড়ি বাড়ি ঘুরে কাজ করেও মাসের পর মাস নেই মাইনে, বিক্ষোভ শিলিগুড়ি পুরসভার স্বাস্থ্যকর্মীদের
বিক্ষোভ শিলিগুড়ি পুরসভার স্বাস্থ্যকর্মীদের (Photo Credits: ANI)

কলকাতা, ২৪ অগস্ট: চুক্তিবদ্ধ স্বাস্থ্যকর্মীদের (Contractual Health Workers) মাসের পর মাস মাইনে না দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির (Siliguri Municipality) স্বাস্থ্যকর্মীরা। যত তাড়াতাড়ি সম্ভব মাইনে দিয়ে দেওয়ার দাবি করেন তারা। সংবাদদসংস্থা ANI-র খবর অনুযায়ী, বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি করোনার সমীক্ষার কাজে যুক্ত। নীল শাড়ি পরা স্বাস্থ্যকর্মীরা প্ল্যাকার্ড নিয়ে শিলিগুড়িতে সিভিক বডি অফিসের সামনে বিক্ষোভ দেখান। মমতা ব্যানার্জি শাসিত সরকারের কাছে ইতিমধ্যে মাইনে দিয়ে দেওয়ার দাবি করেন।

এদিকে শেষ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৪ জন, যা রাজ্যে এখনও পর্যন্ত সর্বাধিক। নয়া সংক্রমিত-সহ মোট সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮ হাজার ৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৩ হাজার ৪৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.৭৮ শতাংশ। রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৯ জন।

আরও পড়ুন, নতুন সভাপতি খুঁজে নিন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সোনিয়া গান্ধী

পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে টেস্টের সংখ্যা। এ রাজ্যে দৈনিক করোনা টেস্টের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেল। রবিবার মোট ৩৭ হাজার ১৪৯টি নমুমা পরীক্ষা করা হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। আর রেকর্ড টেস্টের দিনই রাজ্যে সংক্রমণে নয়া শিখর স্পর্শ করল করোনা। সেইসঙ্গে গত দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে মৃতের সংখ্যা।