Photo Credits: ANI

কলকাতা, ২২ জুলাইঃ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে থানার দারস্ত হলেন বিজেপি নেতা। শুক্রবার ২১ জুলাই তৃণমূলের 'শহিদ দিবস'এর মঞ্চ থেকে অভিষেকের বিজেপি নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও এর ডাক 'প্ররোচনামূলক', এমন দাবি তুলে থানায় দায়ের হল FIR। শনিবার রবীন্দ্র সরোবর থানায় বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী একটি অভিযোগ দায়ের করেন।

শুক্রবার শহিদ দিবস'এর মঞ্চে ভাষণ দেওয়ার সময়ে অভিষেক আগামী ৫ আগস্ট বিজেপির ব্লক, বুথ সহ রাজ্য বিজেপির সমস্ত নেতা, মন্ত্রীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন। রাজ্য বিজেপির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ৮ ঘণ্টা (সকাল ১০টা থেকে সন্ধে ৬টা) ঘেরাওয়ের ডাক দিতেই প্রতিবাদে সরব বিজেপি (BJP)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাককে 'প্ররোচনামূলক' দাবি তুলে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। অভিযোগে তিনি জানান, অভিষেক আগামী ৫ আগস্ট বিজেপির সমস্ত নেতা মন্ত্রী, সক্রিয় সদস্য, অনুগামী এবং সমর্থকদের অন্যায় ভাবে বন্দি করার জন্যে তাঁর দলের কর্মীদের প্ররোচিত করছেন।

এদিনের সভা থেকে অভিষেক বলেন, ঘেরাওয়ে ফলে বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না এবং বেরোবেও না। কোথাও কারও গায়ে হাত দেওয়া হবে না। কারুর প্ররোচনায় পা নয়।কেবল ৩৪১ টা ব্লক, ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক । তবে ঘেরাওয়ে বয়স্কদের রাস্তা ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

যদিও অভিষেকের ৫ আগস্ট বিজেপি ঘেরাও কর্মসূচিতে সামান্য বদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক মঞ্চ থেকে নেমে গেলে তৃণমূল সুপ্রিমো কর্মসূচিতে সামান্য বদল ঘটান। তিনি বলেন, ৫ আগস্ট অভিষেক যে কর্মসূচি পালন করতে চলছে তা ব্লক নির্বিশেষে হলে বেশি ভাল হয়। তার ফলে ঘেরাওয়ে একশো মিটার দূরত্ব বজায় থাকবে। যাতে চলাচলে কোন অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তৃণমূল রাস্তা অবরোধ করেছে।