Cochbihar-Siliguri SBSTC AC bus (Photo Credit: X@bengalwithrohit)

আগামী ১৫ জুন থেকে কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস পরিষেবা চালু করছে (NBSTC)। একইসঙ্গে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ পর্যন্ত এসি বাস চালাবে তারা।

বর্তমানে এনবিএসটিসির তিনটি এসি বাস শিলিগুড়ি-কলকাতার মধ্যে চলাচল করে। অন্য আর কোনও রুটে এসি বাস চলাচল করে না। করোনার আগে কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস চলাচল করত। সংস্থার এক আধিকারিক সোমবার বলেন, ‘দাবি এবং চাহিদার কথা মাথায় রেখে এসি বাস পরিষেবা চালু হচ্ছে। গরমে যাত্রীদের স্বাচ্ছন্দের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

এ ছাড়া অন্য কয়েকটি রুটেও এসি বাস চলত। তবে দীর্ঘদিন ধরে সেই পরিষেবা বন্ধ রয়েছে। এর অন্যতম কারণ নিগমের ন’টি এসি বাস খারাপ হয়ে রয়েছে। তার মধ্যে থেকেই তিনটি বাস সংস্কার করেছেন এনবিএসটিসির কর্তারা।

নতুন করে তিন রুটে এসি বাস নামানো ছাড়াও শিলিগুড়ি–কলকাতা রুটের অতিরিক্ত একটি বাস চালানো হবে। তবে বাসের ভাড়া কত হবে কিংবা দিনে কতবার যাতায়াত করবে, সেইসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য সম্প্রতি উত্তরবঙ্গ সফর থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে দিঘা যাওয়ার ছয়টি বাসও চালু হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাসটি ২৮ মে থেকেই চালু হবে। শিলিগুড়ি থেকে বাসটি চালু হবে ২৯ মে। কোচবিহার ও রায়গঞ্জ থেকে দিঘাগামী বাস পরিষেবা চালু হচ্ছে ৩০ মে থেকে। আলিপুরদুয়ার ও মালদা থেকে চালু হবে আগামী ৩১ মে।