কলকাতা, ৫ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ফের স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। এমনই নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে। পাশাপাশি চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে বিদেশে যেতেও কোনও বাধা দেওয়া না হয়, সে বিষয়েও স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
কয়লাকাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সম্প্রতি। সেই মামলার শুনানি শুক্রবার হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সেই শুনানি হয়নি। সোমবার ওই মামলার শুনানি হবে বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে।
এরপরই জানানো হয়, সোমবার অর্থাৎ আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। সোমবার নির্দিষ্ট সময়ে এই মামলার শুনানি শুরু হলে, ফের অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।