কলকাতা, ২ নভেম্বর: আজ ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের ৫৫-তম জন্মদিন। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। রাত ১২টা থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এসআরকে-র শুভ জন্মদিন বার্তা। প্রতিবারের মতো এবার যে মন্নতের বাইরে ভক্তদের ভিড় সম্ভব নয়, তা সকলেরই জানা। কেননা শিয়রে করোনাভাইরাসের কাঁটা নাহলে সামাজিক দূরত্ববিধি ভাঙলে সংক্রমণ এই আনন্দের মুহূর্তকেও দুঃখে ভরিয়ে দিতে পারে। তবে শুধ বলিউড, হলিউড এবং ভক্তকুলই নয়, শাহরুখের জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানালেন প্রিয় দিদি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। আরও পড়ুন-WHO Chief Self-Isolates: করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এবার সেলফ কোয়ারেন্টাইনে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
এবার করোনা পরিস্থিতির কারণে কলকাতায় আইপিএল ম্যাচ হয়নি। নাইট রাইডার্সের খেলা থাকলে প্রতিবার দিদির সঙ্গে দেখা করতে আসেন শাহরুখ। এবার সে সুযোগ মেলেনি। মহামারীর মধ্যে ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও হচ্ছে না। তা পিছিয়ে আগামী জানুয়ারির প্রথম দ্বিতী সপ্তাহ মিলে অনুষ্ঠিত হবে। তবে তাতে কি, ভাই শাহরুখের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে দিদি মমতার কাছে সোশ্যাল মিডিয়াই যথেষ্ট। সকাল সকালই ভাইকে শুভ জন্মদিন জানিয়েছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “ জন্মদিনে ঊষ্ণতম শুভেচ্ছা। আমার চার্মিং ব্রাদারেরর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি। এবং আগামীর দিনগুলিতেও যেন তাঁর সাফল্য বজায় থাকে।”
শাহরুখকে শুভ জন্মদিনের বার্তা মমতার
Warmest birthday greetings to @iamsrk. Wish you good health and all the success in life, my charming brother. Wish you all the success in your future endeavours.
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2020
এদিকে প্রতিবারের মতো এবারে মুম্বইতে তাঁর বাড়ি মন্নতে বাইরে যেন অনুরাগীরা ভিড় না করেন। আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় এমন অনুরোধ করেছেন শাহরুখ। কেননা মহামারী করোনার কারণে সামাজিক দূরত্ব বিধি মেনে চলাটা খুবই জরুরি। যদি এই নিয়ম ভাঙে তাহলে সংক্রমণ ছড়াবে দ্রুত হারে যা সবার জন্যই ক্ষতিকারক। শাহরুখ ফ্যান ক্লাবও করোনার কারণে এবার অনলাইেন বাদশার জন্মদিন উদযাপন করতে চলেছে।