মমতা ব্যানার্জি (Photo Credits: IANS)

কলকাতা, ১৪ মার্চ: আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবস (Nandigram Dibas)। এইদিনটি উপলক্ষে পুরনো স্মৃতি উস্কে দিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। নন্দীগ্রামের প্রার্থী হয়ে তিনি গর্বিত সে কথা লেখেন তিনি। তিনটি টুইটে তিনি লেখেন, ‘নন্দীগ্রামে ২০০৭ সালে আজকের দিনেই গুলিতে মৃত্যু হয় নিরপরাধ গ্রামবাসীদের। অনেকের দেহ খুঁজে পাওয়া যায়নি। রাজ্যের ইতিহাসে আজকের দিনটি একটি কালো দিন। নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই।’

তিনি আরও লেখেন, ‘নন্দীগ্রামের আন্দোলনে যাঁরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের স্মরণে রেখে প্রতি বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। সেই দিনই দেওয়া হয় ‘কৃষকরত্ন সম্মান’। কৃষকরা আমাদের গর্ব। তাঁদের উন্নতির জন্য আমাদের সরকার সব সময় চেষ্টা করছে।’ আরও একটি টুইটে লেখেন,‘নন্দীগ্রামে আমার ভাই ও বোনদের শ্রদ্ধা জানিয়ে, তাঁদের উৎসাহে এই ঐতিহাসিক জায়গা থেকে আমি ২০২১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ আরও পড়ুন, নন্দীগ্রাম দিবস উপলক্ষে ভোটমুখী বাংলায় বিজেপি বনাম তৃণমূল নেতৃত্বদের একাধিক কর্মসূচি

আজ নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরে শহিদ বেদিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্বরা। মন্ত্রী ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, দোলা সেন সেখানে মাল্যদান করেন। পরে সেখানে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আসন্ন নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কথা মাথায় রেখে বিজেপি ও তৃণমূল দুই দলই আজ নন্দীগ্রাম দিবস পালনে অংশগ্রহণ করে।

দিন কয়েক আগে নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় জনসংযোগ করতে গিয়ে রানীচক বাজারে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চোট পান হাতে, পায়ে।