মমতা ব্যানার্জি (Photo Credits: IANS)

কলকাতা, ২৯ মার্চ: রাজ্যে স্বাস্থকর্মী, পুলিশ কর্মী, প্যারামেডিকেল স্টাফদের কুর্নিশ জানিয়ে টুইটে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে দিনরাত এক করে যারা সবসময় পরিষেবা পৌঁছে দিচ্ছে তাঁদের উদ্দেশে তিনি লেখেন- "এই ব্যক্তিদের যারা এই সময়ে এসে দাঁড়িয়েছেন এবং নিঃস্বার্থভাবে তাদের দায়িত্ব পালন করছেন তাদের ধন্যবাদ জানাতে কোনও শব্দই যথেষ্ট নয়। তারা সমাজের জন্য নিজেদের অন্য যে কোনও কিছুর ঊর্ধ্বে রেখে তাদের অবদান এবং অধ্যবসায় আমাদের সকলের জন্য অনুপ্রেরণা তৈরি করে। আমি সমস্ত চিকিত্সক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, পুলিশ কর্মীর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। কর্মকর্তা, জরুরি প্রতিক্রিয়া কর্মী, স্যানিটেশন ওয়ার্কার্স এবং স্বেচ্ছাসেবীরা যারা এই COVID-19 এর লড়াইয়ের প্রয়োজনে এই মুহুর্তে এগিয়ে এসেছেন।"

করোনাভাইরাসে (COVID-19 ) আক্রান্তের সন্ধান মিলল উত্তরবঙ্গে (North Bengal)। কালিম্পংয়ের (Kalimpong) বাসিন্দা ৪৫ বছর এক মহিলা করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। উত্তরবঙ্গ মেডিকল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College) ভর্তি হন ওই মহিলা। এনিয়ে পশ্চিমবঙ্গে মোট তিন জনের শরীরে মিলল করোনাভাইরাস। আরও পড়ুন, করোনাভাইরাসের মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা নরেন্দ্র মোদির

 

জানা গেছে, আক্রান্ত ওই মহিলা উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি ছিলেন। কালিম্পংয়ের বাসিন্দা ৪৫ বছর ওই মহিলা কর্মসুত্রে চেন্নাই গেছিলেন। গত বৃহস্পতিবার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁর লালারসের নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল। দু'বার পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ‍্যা বেড়ে দাঁড়ায় ১৮।

লকডাউন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সকলে যাতে দূরত্ব রেখে বাজারঘাটে কেনাকাটা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। করোনাভাইরাসের মোকাবিলায় (Coronavirus outbreak) পশ্চিমবঙ্গ সরকাররে পদক্ষেপের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।