বিগত কয়েকদিন অশান্ত থাকার পর আপাতত স্বাভাবিক রয়েছে মুর্শিদাবাদ। এরমধ্যেই আগামীকাল মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose)। বৃহস্পতিবারই বাংলায় এসেছেন তিনি। এরমধ্যে আজ সকালে মুর্শিদাবাদের ঘরছাড়াদের কয়েকজনকে নিয়ে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে মুর্শিদাবাদে রাজ্যপালের যাওয়ার খবর সামনে আসতেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এখনই না যাওয়ার অনুরোধ করেছেন। যদিও মুখ্যমন্ত্রীর এই অনুরোধ আদৌ রাজ্যপাল  রাখবেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রাজ্যপালের উদ্দেশ্য বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে যা পরিস্থিতি আমার মনে হয় স্থানীয়রা ছাড়া এখনই যেন আর কেউ না যান। প্রশাসন এখন ক্ষতিগ্রস্থদের মধ্যে আত্মবিশ্বাস ফেরাচ্ছেন। আমি নিজেও যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না। আমি গেলেই অন্যরাও যাবেন। সকলের জন্যই একই আইন। তাই রাজ্যপালকে অনুরোধ করব, দয়া করে কিছুদিন অপেক্ষা করুন। রাজ্যের মহিলা কমিশনের সদস্যরাও যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদেরও অপেক্ষা করতে বলেছি।

দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মালদায় যাওয়ারও কথা ছিল মুখ্যমন্ত্রীর

আগামীকাল শুধু মুর্শিদাবাদই নয়, মালদায় যেখানে ঘরছাড়ারা আশ্রয় নিয়েছেন, সেখানেও তাঁদের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল বোসের। তবে মুখ্যমন্ত্রীর বার্তার পর তিনি সফরসূচি বদল করবেেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।