শুক্রবার কলকাতা মেট্রোর তিনটি গুরুত্বপূর্ণ রুট উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পুজোর আগে রাজ্যবাসীকে বড়সড় উপহার দিচ্ছেন তিনি। এই বার্তা দিয়েই গোটা বাংলায় প্রচার করছে বিজেপি। যদিও উদ্বোধনের শেষলগ্নে এসে হাটে হাঁড়ি ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ‘নস্টালজিক’ হয়ে জানালেন, কলকাতা মেট্রো সম্প্রসারণে যতটা ভূমিকা কেন্দ্র সরকারের রয়েছে, তার থেকেও কিছু বেশি অবদান রয়েছে তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অভিমানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আসলে এবারেও মেট্রোলাইনের উদ্বোধনে ব্রাত্য রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে আমন্ত্রণ জানায়নি কেন্দ্র সরকার। আর সেই কারণে সামাজিক মাধ্যমে কার্যত ‘অভিমানি’ হয়েই স্মৃতির সাগরে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন. “আজ আমায় একটু নস্টালজিক হতে দিন। রেলমন্ত্রী থাকাকালীন মেট্রোপলিটন কলকাতার মধ্যে একাধিক মেট্রো লাইনের পরিকল্পনা ও অনুমোদন করেছিলাম। তার জন্য নীল নকশা বানানো, তহবিলের সংস্থান করা হয়েছিল। পরিকল্পনার অনুযায়ী কাজ শুরু হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তকে (জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ) সংযুক্তিকরণের”।
দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট
West Bengal Chief Minister Mamata Banerjee tweets, "Allow me to be a little nostalgic today. As the Railways Minister of India, I was fortunate in planning and sanctioning series of Metro Railway corridors in metropolitan Kolkata. I had drawn the blueprints, arranged the funds,… pic.twitter.com/3x8qLrLi9d
— IANS (@ians_india) August 22, 2025
মুখ্যমন্ত্রী হওয়ার পরেও করেছেন একাধিক কাজ
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “পরবর্তীকালে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আমার কাজ থেমে থাকেনি। আমি এই প্রকল্পকে বাস্তবায়ন করার অতিরিক্ত সুযোগ পেয়েছি। সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে জমি দেওয়া, পাকা রাস্তার ব্যবস্থা করা, বাস্তুচ্যুতদের পুনর্বাসনের ব্যবস্থা করা, যে কোনও ধরনের বাধাকে অপসারণ করেছি। আমার সচিবরা এই প্রকল্পকে বাস্তবায়ন করতে নিয়মিত বৈঠক করেছিলেন। মেট্রো সম্প্রসারণের এই দীর্ঘ যাত্রা আজ একটু স্মরণ করছি”।