Mamata Banerjee (Photo Credit: ANI/X)

আগামী শুক্রবার অর্থাৎ ২১ মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আটদিন বাদে বাংলায় ফিরবেন তিনি। তবে তাঁর অনুপস্থিতিতে রাজ্যপাট কে সামলাবেন, এটা একটা বড় প্রশ্ন ছিলই। তবে বৃহস্পতিবার তিনি জানিয়ে দেন, এই আটদিন তাঁর অনুপস্থিতিতে রাজ্যের দায়িত্ব সামলাবে বিশেষ টাস্ক ফোর্স। প্রশাসনিক কাজকর্ম সামলানোর জন্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা তো থাকবেনই, এছাড়া মন্ত্রীদের নিয়েও একটি টাস্কফোর্স বানানো হয়েছে। তবে তাঁর সঙ্গে কোনও কথা না বলে সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসাশনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন মুখ্যমন্ত্রী

যদিও লন্ডনের এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও। তাই তিনি ছাড়া এই টাস্ক ফোর্সে থাকবেন নন্দিনী চক্রবর্তী, বিবেক কুমার, প্রভাত মিশ্র, পুলিশকর্তাদের মধ্যে থাকবেন রাজীব কুমার, মনোজ ভার্মারা। এরা সমস্ত প্রশাসনিক কাজ সামলাবেন। এই টাস্ক ফোর্সের সঙ্গে যোগাযোগ রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রীদের নিয়েও গঠন টাস্ক ফোর্স

অন্যদিকে রাজ্যের মন্ত্রীদের নিয়েও টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুজিত বোসদের মতো মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন। মমতার কথা অনুযায়ী, এরা পাঁচজনই নবান্নে বসবেন। তাঁদের সঙ্গে যোগাযোদ রাখবেন প্রশাসনিক আধিকারিকরা। প্রয়োজনে এই দুই টাস্ক ফোর্সের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।