Mamata Banerjee (Photo Credit: ANI/X)

শিলিগুড়ি, ১৯ মে:  North Bengal Business Summit 2025: উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)-কে তার বক্তব্যের জন্য মজা করে রসগোল্লা খাওয়াতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। বাম আমলে দাপুটে ফরওয়ার্ড ব্লক মন্ত্রী কমল গুহ-র ছেলে উদয়ন গুহ এখন কোচবিহারে মমতার বড় ভরসার। কিন্তু মাঝেমাঝেই উদয়নের বেফাঁস মন্তব্যে সমস্যায় পড়েন মমতা। এই বিষয়টি দিনহাটার মন্ত্রী-বিধায়ক উদয়ন গুহ নিজেই দিদির সামনে বলেন।

সোমবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, উদয়নকে বলি, তুমি এটা কিন্তু ভেবো না এটা দিনহাটা।" তা শুনে উদয়ন গুহ মাইকের সামনে উঠে এসে মমতাকে উদ্দেশ্য করে বলেন,"আমি দুর্মুখ বলে আমায় দিদি একটু ভয় পায়।" মমতা তা শুনে বলেন, আমি কাউকে ভয়-টয় পাই না।"উদয়ন পাল্টা বলেন,"আমার মুখের জন্য। মমতা বলেন, "না, তোমার মুখকেও আমি ভয় পাই না।

দেখুন উদয়ন গুহকে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা

মমতা ফের মজা করে বলেন, "তোমারে কইয়া দিলাম, এটা দিনহাটা নয়।" এরপর উদয়ন বলেন, "দিদি আপনি ওদের (প্রশাসনিক কর্তাদের) কত সাহায্য করেন। ঠিক পাল্টা যদি ওঁরাও আপনাকে এই সাহায্যটা করত, তাহলে বোধহয় আরও ভাল হত আমাদের। আসলে আপনাকে ধরে রাখতে পারলে, পরামর্শ শুনলে শিল্প হবে, উত্তরবঙ্গ এগোবে। কিন্তু এই জায়গাটায় একটু ঘাটতি আছে, সেটা ওদের একটু ভাবতে হবে।"

শেষে মমতা বলেন,"এই যে দুর্মুখ বলেছো না, কথাটা যথার্থ ব্যাখা। কিন্তু আজ ও (উদয়ন গুহ) বেশ ভাল কথা বলেছে। পজেটিভ কথা বলেছে। আমার সাপোর্ট তোমাদের সঙ্গে সব সময় থাকবে। কাজ কর, ভাল কাজ করো। ওরা আমার পরিবারের সদস্য।" এরপর উদয়ন গুহকে উদ্দেশ্য করে মজা করে মমতা বলেন, "ভাল বলার জন্য উদয়নকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে।"