কলকাতা: রাজ্যে ট্যাব জালিয়াতি (Tab Scam) নিয়ে আজ প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পড়ুয়াদের জন্য বরাদ্দ ট্যাবের টাকা ঢুকছে অন্য মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সূত্রে খবর, সরকারি পোর্টাল হ্যাক করে একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাট করা হয়েছে। এই ট্যাবস্কামে ইতিমধ্যে শিক্ষক সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে বলেন, ‘যাদের যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে তাঁদের প্রত্যেককে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে। আরও বলেন, ট্যাব নিয়ে সিট গঠন করেছে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। এটা আমরাই প্রথম ধরতে পেরেছি। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে…।’ দেখুন-
VIDEO | West Bengal CM Mamata Banerjee addresses the media over the alleged 'Tab Scam', in #Kolkata.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/wOMv29sMoG
— Press Trust of India (@PTI_News) November 15, 2024
খাস কলকাতাতেও ট্যাব জালিয়াতির ঘটনা ঘটেছে। ট্যাবের টাকা না পেয়ে শহরের ১০ থানায় অভিযোগ দায়ের করেছেন একশোরও বেশি পড়ুয়া। সব জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ৭৮১ পড়ুয়ার টাকা লোপাট হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ দায়ের হয়েছে ঝাড়গ্রাম থেকে।