Citizenship Act Protests: কোথাও রেল-সড়ক অবরোধ, কোথাও আগুন, বাস ভাঙচুর; নাগরিকত্ব আইনের প্রতিবাদে জেলায় জেলায় আজও অশান্তি
নাগরিকত্ব বিলের প্রতিবাদে অশান্তি (Photo: Twitter@iindrojit)

কলকাতা, ১৪ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act) প্রতিবাদে উত্তাল গোটা দেশ৷ বিভিন্ন রাজ্য চলছে প্রতিবাদ৷ গতকালের পর আজও রাজ্যের বেশ কয়েকটি জায়গাতে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। আবারও উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) আহ্বানেও কাজ হল না। আনন্দবাজারের (Anandabazar) খবর অনুযায়ী, শনিবার সকাল থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ, রেল-সড়ক অবরোধ। কোথাও আবার বাস-গাড়িতে ভাঙচুর চালোনোর মতো ঘটনা ঘটছে। বিক্ষোভ ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে। দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি শুক্রবারে এই আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ এ রাজ্যেও ছড়িয়ে পড়ে। দুপুর থেকেই অশান্ত হয়ে ওঠে উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙা-সহ রাজ্যের বেশ কিছু অঞ্চল। বিক্ষোভের আঁচ পড়ে খাস কলকাতায়। আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। কিন্তু তার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

আজ সকাল থেকেই ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। কোনা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দেয়৷ ঘটনাস্থানে আসে হাওড়া সিটি পুলিশ ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস৷ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছে পুলিশ৷ বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জও করতে হয় পুলিশকে। পরে সাঁকরাইলের চাঁপাতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা৷ টিকিট কাউন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়। আরও পড়ুন:  Citizenship Act Protests In Northeast: সাময়িক কারফিউ শিথিল গুয়াহাটি ও ডিব্রুগড়ে, সোশাল মিডিয়ায় ভুয়ো খবর থেকে সতর্ক থাকতে বলল সেনা

শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ শাখায় বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ সকাল সাড়ে ৬টা থেকে। হাসনাবাদ শাখার সোঁদালিয়া-লেবুতলা স্টেশনের মাঝে অবরোধ করা হয়। অন্য দিকে, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ফলে সকাল ৮টা থেকেই ওই শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। মালদহ ডিভিশনের আজিমগঞ্জ শাখাতেও বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু ট্রেন। যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভ দেখান ৷ নিমতিতা, বাসুদেবপুর স্টেশনে চলে ভাঙচুর ৷

অন্যদিকে, সাজুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ অবরোধ বিক্ষোভের জেরে স্তব্ধ সড়ক ও রেল পরিষেবা৷ বিক্ষোভের দীর্ঘক্ষণ জঙ্গিপুর স্টেশনে দাঁড়িয়ে ইন্টারসিটি এক্সপ্রেস৷ ফরাক্কা ও মালদায় একাধিক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে৷ বেলডাঙা স্টেশনে গতকালের বিক্ষোভ আন্দোলনের জেরে আজও স্বাভাবিক হয়নি লালগোলা-কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল৷ বাসুদেবপুরে হল্ট স্টেশনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

সাঁকরাইলে অবরোধেরে জেরে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। শুক্রবার উলুবেড়িয়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। লন্ডভন্ড করে দেওয়া হয়ে গোটা স্টেশন চত্বর। টিকিট কাউন্টার বন্ধ থাকায় এ দিন চরম অসুবিধায় পড়েন সাধারণ ও নিত্যযাত্রীরা। অস্থায়ী টিকিট কাউন্টার খুলে আপাতত টিকিট দেওয়ার কাজ চলছে বলে রেল সূত্রে খবর। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বীরভূমেও। সিএবি-র প্রতিবাদে মুরারইয়ে রেল অবরোধের জেরে ডাউন শতাব্দী এক্সপ্রেস বাঁশলই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।