মমতা ব্যানার্জি (Photo Credits: Twitter)

কলকাতা, ৬ ডিসেম্বর: গতকাল একটি বিজনেস সামিটে (Business Summit) গিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। দেশের বেহাল আর্থিক দশা ও অনিশ্চয়তা নিয়ে কেন্দ্রকে বিঁধতে বৃহস্পতিবার সেই বিজনেস সামিটের থিম ‘ভুকা’-কে ‘ভুখা’য় (Hungry) পরিণত করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘এই হিন্দি শব্দটির মানে ক্ষুধার্ত। এই শব্দের অর্থ গভীর ও স্পর্শকাতর। দেশের অর্থনীতির প্রেক্ষিতেও এই শব্দটি উপযুক্ত। শিল্প, কর্মসংস্থানে, সব ক্ষেত্রেই খরা। আর এ সব চাপা দিতেই ধর্মীয় বিভাজনের নীতিকে হাতিয়ার করা হচ্ছে।’'

দারিদ্র দূরীকরণ, ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প (MSME) ইত্যাদি ক্ষেত্রে শীর্ষে (Top) পশ্চিমবঙ্গ (West Bengal)। দারিদ্র, বেকারত্ব, পেঁয়াজের দাম, সবই গগনচুম্বী। বর্তমান সময়ের অর্থনীতির সঙ্গে তাই 'ভুখা'র মিল খুঁজে পাচ্ছেন বলে তিনি জানান। এখন ছোট-বড়-মাঝারি বা তথ্যপ্রযুক্তি, সব ধরনের শিল্পেই খরা। এমন আগে কখনও হয়নি। তাঁর মতে, গোটা দেশজুড়ে এখন অনিশ্চয়তা।  আরও পড়ুন, টালা ব্রিজ বন্ধের জেরে প্রবল ক্ষতি, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল বাস সংগঠনগুলি

কেন্দ্রেকে (Center) বিঁধে তিনি আরও বলেছেন, ‘‘টাকা ঘরে রাখলে নোটবন্দি। আর ব্যাঙ্কে রাখলে লুঠবন্দি। নির্বাচন এলে রান্নার গ্যাসের দাম কমে, আর তা মিটলে বাড়ে।’’ কিছুদিন আগে শিল্পপতি রাহুল বাজাজ (Rahul Bajaj) কেন্দ্রকে বিঁধে বলেছিলেন মোদি জমানায় মুখ খোলার স্বাধীনতা নেই। এরপর তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। মমতা ব্যানার্জি রাহুল বাজাজের সম্পূর্ণ সমর্থনে জানিয়েছেন, "রাহুল বজাজের সাহস আছে, তাই বলেছেন। কিন্তু ওঁকেও হয়তো আমার মতো নজরদারিতে পড়তে হবে।"

শিল্পপতিদের উদ্দেশে তিনি জানান , আপনারা হতাশ হবেন না। রাজনীতিতে কখনও কখনও এমন সূর্যাস্তের সময় আসে। কিন্তু আপনারা সাহস করে উঠে দাঁড়ান। কেন্দ্রের ধর্ম রাজনীতির ওপর আঙ্গুল তুলে তিনি বলেন, বাস্তব চাপা দিতে এ সব বলা হচ্ছে। কিন্তু বিভাজনের নীতি কখনও ভাল ফল দেয় না। শান্তির জন্য আমরা সকলে কাজ করব। দেশ, মাটি, ধর্ম ও মানুষে মানুষে ভেদাভেদ করব না।