WB Weather Update 1703 Photo Credit: Twitter@MirrorBengal

নয়াদিল্লিঃ কোথাও ভারী, কোথাও বা হালকা মোটামুটি পুজোর(Durga Puja 2024) সময় বাংলা(West Bengal) জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সপ্তমীতেও(Saptami) কি বৃষ্টি মাথায় কাটবে বাঙালির? আসুন জেনে নেওয়া যাক কী বলছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার বাংলার দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে। এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে সপ্তমীতে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে আদ্রতাজনিত কারণে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিনবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। বৃহস্পতিতে কলকাতার তাপমাত্রা ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী দুই দিন অর্থাৎ ১১ এবং ১২ তারিখ তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

 বৃষ্টিতে ভাসবে সপ্তমী? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর