WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

কলকাতাঃ নভেম্বর পড়তেই বদলাতে শুরু করেছে আবহাওয়া(Weather) রাতে এবং ভোরের দিকে ভালই টের পাওয়া যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন আজ, ২১ অক্টোবর রাজ্যজুড়ে পালিত হচ্ছে দীপাবলি আর এই কালীপুজো (Kali Puja 2025) মানে দুর্গাপুজোর (Durga Puja 2025) পর বাঙালির একমাত্র আশার আলো তা এবার কালীপুজোতেও কি এন্ট্রি নেবে বৃষ্টি? চিন্তায় বাঙালি এই আবহে বাঙালিকে আশ্বস্ত করল আলিপুর আবহাওয়া দফতর কী জানালেন আবহাওয়াবিদরা?

হাওয়া অফিস জানিয়েছে কালীপুজো ভাইফোঁটায় বঙ্গে কোনওরকম ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই মোয়ামুটি আবহাওয়া শুষ্ক মনোরমই থাকবে তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা এই তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গেই বইতে পারে দমকা হাওয়া

অন্যদিকে, কালীপুজোর সকালে এখনও পর্যন্ত রোদ ঝলমলে কলকাতার আকাশ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় খানিক অস্বস্তি বজায় থাকবে সোমবার সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯২ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৮ শতাংশ অন্যদিকে উত্তরেও আজ সেভাব ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

কালীপুজোতেও কি ভাসবে বাংলা? যা জানাল হাওয়া অফিস