WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

নয়াদিল্লিঃ বৃষ্টি (Rain) কমতেই ভ্যাপসা গরম (Heat) যেন জানান দিচ্ছে ভাদ্রের উপস্থিতি। গত দু'দিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। রবিবার সকাল থেকেই মাথার উপর জ্বলজ্বল করছে সূর্য। আর তার তাপে সকাল থেকেই বাড়ছে গরম। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অব্যাহত। তবে, আজ রবিবার দক্ষিণবঙ্গরে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বললেই চলে। আগামিকাল সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। সে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ওড়িশায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে পারে বঙ্গের আকাশে। যার জেরে প্রচুর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা ও তাঁর আশেপাশের জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি কবে?