কলকাতাঃ গত কয়েকদিন ধরে রীতিমতো চোখ রাঙাচ্ছিল সোনার দাম (Gold Price)। তবে সপ্তাহের শুরুতে খানিকটা স্বস্তি দিল সোনালী ধাতুর দর। কিন্তু এখনও মধ্যবিত্তের হাতের নাগালে আসেনি সোনার দাম। জেনে নিন সপ্তাহের শুরুতে কতটা কমল সোনার দাম। আজ, ৭ জুলাই সোমবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০১০ টাকা। গতকালের থেকে ৫০ টাকা কমেছে দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০১০০ টাকা। গতকালের থেকে ৫০০ টাকা কমেছে দাম।
সোমবার কলকাতায় সোনার দাম কমে কত হল?
অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮২৯ টাকা। গতকালের চেয়ে ৫৪ টাকা কমেছে দাম। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮২৯০ টাকা। ৫৪০ টাকা কমেছে দাম। কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৩৭২ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৩৭২০ টাকা। রবিবারের থেকে দাম কমেছে ৪১০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৪৪০ টাকা। অন্যদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে হবে খসাতে হবে ৯৮২৯০০ টাকা। জয়পুরে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৯০২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৪৪০ টাকা।
সপ্তাহের শুরুতে স্বস্তি দিল সোনার দাম, জেনে নিন আজ গয়না কিনলে কতটা সাশ্রয় হবে
#GoldPrices Today, July 7: In Mumbai, the price of gold stood at Rs 90,100 per 10 grams for 22-carat and Rs 98,290 per 10 grams for 24-carat.https://t.co/nuZNENCnPe
— News18 (@CNNnews18) July 7, 2025