Rain, Thunderstorms (Photo Credit: File Photo)

কলকাতাঃ চলতি সপ্তাহভর বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন মিলেছে আবহাওয়ার সেই পূর্বাভাস। এবার আগামীকাল আবার ফের দুর্যোগের পূর্বাভাস দেওয়া হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আগামিকাল অর্থাৎ ১৭ এপ্রিল কলকাতা ও জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির র পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। জানানো হয়েছে, আজ, ১৬ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতে নতুন করে ঢুকবে পশ্চিমীঝঞ্ঝা। অন্যদিকে একটি অক্ষরেখা ইতিমধ্যেই কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে রাজস্থান থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে আরও একটি অক্ষরেখা, যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবজেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

তবে আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে। কিন্তু রাত পোহালেই বদলে যাবে আবহাওয়া। আগামী , বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে।

নতুন বছরেই দুর্যোগের ভ্রূকুটি, ভিজবে কোন কোন জেলা?