প্রতীকী ছবি (Photo Credits: Pexel)

কলকাতাঃ মঙ্গলে গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ(Sky)। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। সোম থেকেই গরমের জ্বালায় অতিষ্ট হয়ে উঠেছেন মানুষজন। বিশেষ করে কলকাতা(Kolkata) এবং সংলগ্ন জেলায় গুমোট গরম। মঙ্গলেও গুমোট গরম থেকে স্বস্তি মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানা গিয়েছে। তবে বিক্ষিপ্তভাবে দু'এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির(Rain) সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গেও একই ছবি। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বুধবার থেকে আরও কিছুটা বদলাতে শুরু করবে ছবিটা। মহালয়ার সকাল থেকেই বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা কম। আগামীতে বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়ার কারণে অস্বস্তি থেকেই যাবে।

 মঙ্গলে কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নিন ঝটপট