Rain, Thunderstorms (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ মার্চ (March) থেকেই চোখ রাঙাচ্ছে সূর্য (Sun)। এপ্রিলেও (April) অব্যাহত গরমের খেলা। তবে এবার ভ্যাপসা গরম থেকে খানিক স্বস্তি মিলতে চলেছে বঙ্গবাসীর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rainসম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বেশকিছু জেলায়। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমান। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই জেলাগুলিতে, এমনটাই  জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মূলত, বৃষ্টিতে ভিজতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি। আপাতত কয়েকদিন তাপপ্রবাহ থেকে মুক্তি বঙ্গবাসীর। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে আবহাওয়া মনোরম থাকবে বলেই অনুমান।

বঙ্গে স্বস্তির বৃষ্টি, ভিজতে চলেছে কোন জেলা?

আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে কমবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, এপ্রিলের শুরুতেই দেশজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। এপ্রিল থেকে জুন মাসে দেশের বেশকিছু জায়গায় স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, চৈত্র মাসেই তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রিতে, এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের আশঙ্কা বাড়তে পারে, তাই রাজ্যগুলিকে আগাম সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

আবহাওয়ায় বড় বদল, টানা ৬ দিন বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?