রামপুরহাট, ২৬ মার্চ: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে হত্যাকাণ্ডের তদন্তে নামল সিবিআই (CBI)। ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে সিবিআইয়ের একটি দল বগটুই গ্রামে পৌঁছেছে। দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (CFSL)-র বিশেষজ্ঞরাও রয়েছেন দলে। আজ সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন তাঁরা। এই মুহূর্তে উপস্থিতি রয়েছেন অন্তত ৩০ জন সিবিআই ও ফরেন্সিক আধিকারিক। বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। করা হচ্ছে ভিডিওগ্রাফি।

বগটুই গ্রামে যাওয়ার আগে রামপুরহাট থানায় বিশেষ তদন্তকারী দলের হাত থেকে মামলার নথি নিজেদের হাতে নেয় সিবিআই। প্রায় ঘণ্টাখানেক রামপুরহাট থানায় সিট-র সদস্যদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। এরপর গ্রামের দিকে রওনা দেন। আরও পড়ুন: Pakistan: আস্থা ভোটের আগে আরও চাপে ইমরান খান, নিরুদ্দেশ তাঁর দলেরই ৫০ জনের বেশি মন্ত্রী

দেখুন ছবি: 

রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে নাম থাকা আরও ৭০ জন এখনও পলাতক।