Junior P C Sorcar: চিটফান্ডকাণ্ডের যোগ? জুনিয়র পি সি সরকারের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের
জুনিয়র পি সি সরকার

কলকাতা, ২৯ জানুয়ারি: সিবিআই (CBI) হানা জুনিয়র পি সি সরকারের বাড়িতে। শুক্রবার দুপুরে মুকুন্দপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। বেশ কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা। টাওয়ার চিটফান্ড সংস্থার থেকে একাধিকবার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পি সি সরকারের (Junior P C Sorcar) বিরুদ্ধে। সিবিআইয়ের ১০ জন আধিকারিক এদিন আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে পি সি সরকারের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করেছেন বলে সূত্রের খবর।

সূত্রের খবর, টাওয়ার গোষ্ঠীর একটি হোটেল এবং রেস্তরাঁর সঙ্গে চুক্তি হয় পি সি সরকারের। সেই হোটেলে জাদুকরের ম্যাজিক দেখানোর কথা ছিল। কিন্তু আদতে কোনওদিনই সেই হোটেলে ম্যাজিক দেখাতে যান নি জুনিয়র পি সি সরকার। সমস্ত নথিপত্র খতিয়ে দেখে এমনটাই দাবি করেন সিবিআই আধিকারিকরা। টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন তিনি। কোনওরকম পরিষেবা ছাড়া কেন এবং কীভাবে টাকার লেনদেন হল, সেটি নিয়েই প্রশ্ন উঠেছে।

টাওয়ার গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা তল্লাশি করছে সিবিআই। চিটফান্ডকাণ্ডেও তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।